একটি কোরবানির ঈদ, একটি পিতার স্বপ্ন

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে।

ছোট্ট রাফি মায়ের আঁচল ধরে বারান্দায় দাঁড়িয়ে। তার ছোট্ট মুখে একরাশ কৌতূহল—”মা, বাবা কবে আসবে? আজ না বলেছিল একটা সারপ্রাইজ আছে?”

মা মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন—

“তুমি দোয়া করো, বাবা যেন ভালো কিছু নিয়েই আসে।”

হঠাৎ গেটের শব্দে রাফি দৌড়ে গেল।

বাবা এসেছেন—হাতে একটা রঙিন প্যাকেট।

রাফি তো খুব উত্তেজিত, কিন্তু প্যাকেটটা তিনি আগে তুলে দিলেন রাফির মায়ের হাতে।

ভেতরে কী আছে?

সাদা-লাল কাতানের একটা সুন্দর শাড়ি, ছোট ছোট কাঁচের চুড়ি, আর ফুলের একগুচ্ছ ঝাঁঝরা—সবকিছু পরিপাটি করে সাজানো।

তার সঙ্গে ছিল একটা কার্ড, যাতে লেখা—

“এই ঈদে তোমার হাসিই আমার সবচেয়ে বড় কোরবানি।

তোমার জন্য Surprizah .com থেকে ছোট্ট কিছু ভালোবাসা এনেছি।”

রাফির মা চুপচাপ তাকিয়ে রইলেন। চোখে পানি—ভালোবাসার, প্রশংসার।

রাফি তখনও বোঝেনি এই সবকিছুর মানে।

কিন্তু সে বুঝে গেল, প্রিয়জনকে চমকে দেওয়াটাই হয়তো ঈদের সবচেয়ে বড় উপহার।

A small surprise… can become a lifetime memory!

Stay with Surprizah .com – surprises are coming your way! 🎁

1 comment

    মাশাআল্লাহ।

Leave a Reply to আব্দুল্লাহ Cancel reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping